স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : দিন দুপুরে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দুঃসাহসিক ছিনতাই -এর ঘটনা সংঘটিত হয় বুধবার। ছিনতাই করে নিয়ে যায় প্রায় ছয় হাজার টাকা। এই ঘটনাটি সংঘটিত হয়েছে রাজধানীর রাধানগর স্থিত ব্রীজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে মুহাম্মদ আলী নামে এক যুবক এটিএম থেকে বের হয়ে বাড়ি ফেরার সময় দুই যুবক এসে তাকে বেধড়ক মারধর করে ১০ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে মোঃ আলীকে রক্ষা করে। মোহাম্মদ আলী জানান অপরিচিত দুই যুবক এসে তাকে এদিন মারধর করে ৬০০০ টাকা নিয়ে গেছে। এদিন সে বেতন পেয়ে বাড়ি ফিরছিল। আর মাঝপথে এই ঘটনা। বিষয়টি পুলিশকে জানানো হবে বলে জানান তিনি। আগরতলা শহরের সবচেয়ে নিরাপদ জায়গায় এ ধরনের ঘটনায় অনেকেই হতভম্ব হয়ে গেছে। কারণ ২৪ ঘন্টায় গোটা এলাকা নিরাপত্তার চাদরে মোড়া থাকে। এ রাস্তা দিয়ে মন্ত্রী ও ভি আই পি -রা যাতায়াত করেন। সুতরাং মন্ত্রী ও ভি আই পি -দের নিরাপত্তা এই রাস্তায় থাকলেও সাধারণ মানুষের যে নিরাপত্তা নেই সেটা আবারো আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে এই দিন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পর অভিযুক্ত ২ জনকে জালে তুলতে পারে কিনা।