স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : মঙ্গলবার পুর নিগমের উদ্যোগে জিবি বাজার এলাকায় রাস্তা প্রশস্ত করার জন্য উচ্ছেদ অভিযান চালানো হয়। জিবি বাজার থেকে ইন্দ্রনগর আই.টি.আই রোড এবং জিবি বাজার থেকে এসডিও চৌমুহনি রাস্তার দুই পাশে এইদিন উচ্ছেদ অভিযান চালানো হয়। ফলে দুর্গাপূজার আগে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে স্থানীয় কিছু ক্ষুদ্র ব্যবসায়ীর।
বুধবার সকালে এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ছুটে গেলেন সি.আই.টি.ও সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত। তিনি স্থানীয়দের সাথে কথা বলে জানান, জিবি বাজার এলাকায় যত উন্নয়ন হয়েছে সব হয়েছে পূবর্তন বামফ্রন্ট সরকারের আমলে। এবং তৎকালীন সরকারের আমলে রাস্তার পাশে বসা অস্থায়ী দোকানগুলিকে পুনর্বাসনের ব্যবস্থা না দিয়ে নিগমের পক্ষ থেকে কোন দোকান ভাঙ্গা হয়নি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলছে সরকার। সরকার পূজা মরশুমে তাদের কথা একবারের জন্য না ভেবে ভাঙচুর চালাচ্ছে। তাই তাদের সরকার মানা যায় না। কারণ সরকারের দায়িত্ব জনগণের জন্য কাজ করা।
কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছেন তারা জনগণের ক্ষতি এবং সর্বনাশ করছে। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আরো বলেন, এলাকার উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা উন্নয়নের পক্ষেই রয়েছে। সরকার তাদের ব্যবসা করার কোন নির্দিষ্ট জায়গা না করে দিয়ে এভাবে উচ্ছেদ চালিয়েছে মঙ্গলবার। যার ফলে পূজার মরশুমে তাদের পেটে লাথি মারা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন সরকার মুখে উন্নয়নের কথা বলেও বাস্তবে তারা ধ্বংসের কার্যকলাপ চালাচ্ছে।