স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেল এক যুবক বলে অভিযোগ। তারপরই জনতার রোষানলে পড়ে কেলানি খেল যুবক। বেঁধে রাখা হয় বৈদ্যুতিক খুঁটির সাথে। ঘটনা বুধবার সকালে বিলোনিয়া রাজীব কর্নার এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতার রোষানল থেকে যুবককে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া থানায়।
যুবকের বাড়ি উদয়পুরে। নাম দীপঙ্কর দেবনাথ। জানা যায়, দোকান মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রবেশ করে অভিযুক্ত দীপঙ্কর। তারপর ক্যাশ বাস্ক থেকে দশ হাজার টাকা চুরি করে বের হয়ে যাওয়ার সময় সন্দেহ হয় মুদি দোকানের মালিক অমর দত্তের। ডাক দিতেই পালিয়ে যেতে চেষ্টা করে দীপঙ্কর। দোকানের মালিক অমর দত্ত পিছু ধাওয়া করে ধরে ফেলে দীপঙ্করকে। এরপরই পাশ্ববর্তী দোকানদার সহ অন্যান্য লোকজন ছুটে আসে। শুরু হয়ে যায় কেলানি। এর আগেও এই দীপঙ্কর বিলোনিয়া এক নং টিলা এলাকায় একটি স্বর্ন দোকান থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে অভিযুক্ত।