Monday, December 4, 2023
বাড়িরাজ্যওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : মঙ্গলবার সি.আই.টি.ইউ-র রাজ্য কমিটির অফিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সি.আই.টি.ইউ-র রাজ্য সভাপতি মানিক দে।

উপস্থিত ছিলেন সি.আই.টি.ইউ-র রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। সি.আই.টি.ইউ-র রাজ্য সভাপতি মানিক দে জানান ৯০ এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নকে দুর্বল করার জন্য সাম্রাজ্যবাদি শক্তি, পুজিবাদি শক্তি ঐক্যবদ্ধ হয়ে প্রয়াস চালিয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন শ্রমিক অংশের মানুষের একটা লড়াকু সংগঠন। এই সংগঠন দায়িত্ব নিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্ব তাকিয়ে রয়েছে শ্রমজিবি মানুষের দিকে। কারন মন্দা চরম পর্যায়ে চলে গিয়েছে। মূল্য বৃদ্ধি ঘটছে। বেকারত্ব চরম পর্যায়ে চলে গিয়েছে। দুর্নীতি চরম পর্যায়ে চলে গেছে। এর বিরুদ্ধে আন্দোলনে না নামা ছাড়া আর কোন পথ নেই বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য