স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : রবিবার মহারানী তুলসীবতী স্কুলে ন্যাশনাল ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন ডে -২০২৩ উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
তিনি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তারপর রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, যারা রক্তদান করেন না তাদের উদ্ভূত করতে এ ধরনের শিবিরের আয়োজন করা হয়। এবং বিশেষ করে লক্ষ্য করা গেছে গত বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে রক্তের সংকট সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময় রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। তারপর সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা সহ সংগঠনগুলি রক্তদানে এগিয়ে এসেছে।
তাই রক্তের সামঞ্জস্য যাতে বজায় থাকে তার জন্য প্রত্যেককে নিয়মিত রক্তদান করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রক্তদান মহৎ দান। রক্তদান করে মানুষ নিজেও সুস্থ থাকতে পারে। তাই কেউ যাতে রক্ত দানে পিছিয়ে না থেকে এগিয়ে আসে তার জন্য আহ্বান করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, দায়িত্বশীল নাগরিক হিসাবে অপর জনকে রক্তদান সম্পর্কে অবগত করানো একটা সামাজিক দায়িত্ব। রক্তের কোন ধর্ম নেই। রক্তদান সকলকে শেখায় সকলে সমান। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এবারের ভাবনা রক্ত , প্লাজমা দান করুন- জীবনকে সর্বদা ভাগ করুন। স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে গোটা দেশে প্রশংসা কুড়িয়েছে ত্রিপুরা। এটা বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত রক্তদান শিবিরটি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন।