স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : শনিবার ভোর তিনটে নাগাদ প্রয়াত হলেন বরিষ্ঠ সাংবাদিক তথা আগরতলা প্রেসক্লাবের সদস্য পার্থ সেনগুপ্ত। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
এদিন আগরতলা প্রেস ক্লাবে তাঁর মরদেহ নিয়ে আশা হলে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন দীর্ঘ দিনের সহকর্মী ছিলেন পার্থ সেনগুপ্ত। সাংবাদিকদের স্বার্থে কাজ করে গেছেন। একজন সৎজন ব্যক্তি ছিলেন। সমস্ত ভালো কাজে ছিল তাঁর পূর্ণ সমর্থন। তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি বলে জানান সভাপতি।