Saturday, January 4, 2025
বাড়িরাজ্যশহরে যানজট মুক্ত করতে উচ্ছেদ পুর নিগমের

শহরে যানজট মুক্ত করতে উচ্ছেদ পুর নিগমের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : শারদোৎসবকে সামনে রেখে শহর যানজট মুক্ত করতে ময়দানে নেমেছে আগরতলা পুর নিগম। কারণ গত কয়েক মাস ধরে শহরের রাস্তার দুপাশ বেদখল করে থাকায় শহর গতি ক্রমশ হারাচ্ছে। তাই পূজার আগে আবারো শহরের গতি বাড়াতে ময়দান মুখী হয়েছে নিগম কর্তৃপক্ষ। কিন্তু আবার লাথি পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটেও। বিগত দিনের মতো তাদের বসার জন্য কোন ব্যবস্থা না করে এদিন রাজধানীর বটতলা, দশমী ঘাট, শকুন্তলা রোড সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

 রাস্তার পাশে যেসব ক্ষুব্ধ ব্যবসায়ীদের দোকানপাট ছিল সেগুলি ক্রেন দিয়ে তুলে নেয় নিগম কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে শুরু হয় পুর নিগমের এই উচ্ছেদ অভিযান। এ বিষয়ে নিগম কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ট্রাফিক দপ্তর থেকেও ই-রিক্সা এবং প্যাডেল রিকশা চলাচলে কিছুটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । পূজার মরশুমে শহরকে যানজট মুক্ত,  পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মুখ্যমন্ত্রী পুর নিগমকে নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে অবশেষে পুর নিগম শনিবার ভোর থেকে বটতলা এলাকায় বেআইনি দখল উচ্ছেদে নামে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এডিশনাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ। ছিল পুলিশ সহ পুর নিগমের বিশাল বাহিনী। এদিন ভোরবেলা থেকেই বটতলা দিয়ে দশমিঘাট হয়ে শ্মশানের রাস্তা দিকের বটতলা প্রধান সড়ক দখলমুক্ত করার অভিযান চলে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। যারা বেআইনি ভাবে রাস্তা দখল করে সমস্যা তৈরি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। আগামী দিনেও শহরের বিভিন্ন রাস্তা গুলিতে এই অভিযান চালানো হবে।

 তবে যাদের ভেন্ডার লাইসেন্স আছে তাদের নির্দিষ্টস্থানে বসার সুযোগ দেওয়া হবে বলে জানান মেয়র। এই ক্ষেত্রে শহরবাসীর সহযোগিতা চান মেয়র। এতেই শেষ নয় সন্ধ্যার পর এই ধরনের অভিযান চালানো হবে। বাতিল করা হতে পারে দোকানের লাইসেন্স। রাত ১১ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে বলে কড়া বার্তা দেন মেয়র দীপক মজুমদার। এদিকে যতদূর জানা যায় দুর্গাপূজার আগে শহরে ক্ষুব্ধ ব্যবসায়ীদের দোকানপাট গুড়িয়ে দেওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। পরিবারের জন্য নুন আনতে পান্তা ফুরায়। উপরন্তু দুর্গাপূজা! এই মুহূর্তে তাদের দোকানপাট গুড়িয়ে দেওয়া স্বাভাবিকভাবেই ভেঙে পড়ার বিষয়। কিন্তু সাধারণ মানুষ নিগম কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছে শহরের রাস্তার পাশে যেসব প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ফ্লেক্স লাগিয়ে নিজেদের দোকানের প্রচার করতে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছিলেন। তাদের ফ্লেক্স সহ রাস্তার সামনে রাখা বিভিন্ন সামগ্রী তুলে নেওয়া হয়। এবং শহরের রাস্তার দুপাশে যত্রতত্রভাবে থামিয়ে রাখা বাইক তুলে নেয় নিগম কর্তৃপক্ষ। গত কয়েক মাস ধরে শহরের রাস্তার দুপাশ বেদখল করে রাখা ব্যবসায়ীদের সামগ্রিক জন্য মানুষ সঠিক সময় মত গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। বিশেষ করে বটতলা থেকে মোটর স্ট্যান্ড পর্যন্ত এই করুণ দশা সৃষ্টি হয়েছিল। সুতরাং এদিনের অভিযানের পর অনেকটাই স্বস্তি ফিরে এসেছে পথচারীদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য