Friday, February 7, 2025
বাড়িশ্রেণী বহির্ভূতমহিলা কংগ্রেসের বিক্ষোভ

মহিলা কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার মাঠে নামলো প্রদেশ মহিলা কংগ্রেস। এদিন পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস কর্মীরা। তারপর রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভও রঞ্জনের সাথে দেখা করে প্রতিনিধি দল দাবি জানান যাতে নারী সংক্রান্ত অপরাধ বন্ধ করা হয়।

 উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। তিনি বলেন, রাজ্য পুলিশের মহা নির্দেশক মহিলা কংগ্রেসের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখা হবে। এবং কোন ধরনের মহিলা সংক্রান্ত ঘটনার যদি অগ্রিম কোন খবর মহিলা কংগ্রেস কর্মীদের কাছে থাকে তাহলে সেটা যাতে পুলিশের নজরে নেয়। তারপর প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে যদি পুলিশ মহিলা সংক্রান্ত ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আন্দোলন জারি থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য