স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : গৃহস্থের গোয়াল ঘরে হানা দিয়ে গরু চুরির চেষ্টা অভিযোগ বাংলাদেশী চোরের বিরুদ্ধে। ঘটনা খোয়াই উত্তর দুর্গানগর এলাকায়। জানা যায়, খোয়াইয়ের সীমান্ত গ্রাম উত্তর দুর্গানগরে কাঁটাতারের বেড়া কেটে সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশের গরু চোরেরা দুই গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে। ঘটনা রবিবার গভীর রাতে।
পরিবারের লোকজনরা ঘটনা টের পেতেই ঘর থেকে পালিয়ে যায় চোরের দল। এবং গরু চুরি করতে ব্যর্থ হয় চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই থানাধীন উত্তর দুর্গানগরে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় দুই গৃহস্তের গোয়াল ঘরে প্রবেশ করেে চোরের দল। পরিবারের লোকজন টের পেতেই চোরের দল ঘর থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীর সঙ্ঘবদ্ধভাবে বেরিয়ে পড়ে ঘর থেকে।এরপরই তারা লক্ষ্য করেন কাঁটাতারের বেড়া কাটা। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এর ভূমিকা নিয়েও এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে চোরেরা কাঁটাতারের বেড়া কেটে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে নেমে ঘটনার কতটা কিনারা তদন্ত করতে পারে।