স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : জুম খেতে কাজ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত কেনজয় ত্রিপুরা নামে এক জুমিয়া। ঘটনা ছামনু হেরেন্ডো গ্রাম এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় আহত কেনজয় ত্রিপুরা স্ত্রীর সাথে জুম খেতে যায়। তখন একটি ভাল্লুক কেনজয় ত্রিপুরাকে কামড়াতে শুরু করে। স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে কেনজয়কে উদ্ধার করে ধোলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রেফার করে জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত জুমিয়া। মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছেন তিনি।