স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : শনিবার রাতে শ্রমিকের উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন ঠিকেদার। ঘটনা রাজধানীর বর্ডার গোলচক্কর সংলগ্ন রামপুর এলাকায়। জানা যায় বর্ডার গোল চক্কর সংলগ্ন রামপুর এলাকায় একটি প্রকল্পের কাজ চলছে। সেখানে ঠিকেদার মণিদীপ পালের অধিন ৫ জন শ্রমিক বিদ্যুৎ-এর কাজ করতো। সেখানেই একটি অস্থায়ী ঘরে থাকতো শ্রমিকরা।
অভিযোগ শনিবার রাতে চার দুষ্কৃতি এই শ্রমিকদের উপর আক্রমণ চালায়। ঘটনার খবর পেয়ে ঠিকেদার পশ্চিম আগরতলা থানায় ছুটে যান। পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থল থেকে আক্রান্ত শ্রমিকদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিকেদার মণিদীপ পাল রবিবার পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঠিকেদার মণিদীপ পাল জানান আক্রমণকারীরা চারজন ছিল। তাদের মধ্যে দুই জনের নাম জানা রয়েছে। তারা হল কিংকর ঘোষ ও আশিস ঘোষ। আক্রমনকারিদের মধ্যে এক জনের সাথে পিস্তল ছিল। আক্রমণকারিরা দুইটি মোবাইল ও নগদ ৪ হাজার টাকা নিয়ে গেছে।