Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : শুধু ভারত বর্ষের জন্য নয়, গোটা বিশ্বের জন্য নজির মহিলা সংরক্ষণ বিল। মহিলারা শুধু ত্রি-স্তর পঞ্চায়েত, জেলা পরিষদ, নগর পঞ্চায়েত নয়, বিধানসভা, লোকসভায় নীতি নির্ধারণের জন্য মহিলা ভুমিকা পালন করবেন।

 এই বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সম্প্রতি সংসদে পাস হয়েছে বহু প্রতীক্ষিত মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ বিল। রবিবার সাংবাদিক সম্মেলনে এনিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, মহিলাদের কাছে দায়িত্ব থাকলে দুর্নীতি অনেক কম হবে।সরকারের কাজ গুলি দ্রুত গতিতে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যাবে। অনেক ভুমিকা মহিলারা দেশে সময়ে সময়ে পালন করেছেন।

তিনি আরও বলেন দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। সমৃদ্ধশালী হবে। সংরক্ষণ বিল পাস হওয়ায় এটা দেশের মহিলাদের বিশাল একটা সাফল্য।  এই বিলের জন্য অনেক মহিলাই লড়েছেন। তাদের প্রতি এদিন শ্রদ্ধা জানান প্রতিমা ভৌমিক। সবাই সমর্থন করে বিলটি পাস করেছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রেকর্ড গড়ছেন আবার নিজের রেকর্ড নিজে ভাঙছেন। কীর্তি স্থাপন করছেন। একথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য