Saturday, July 27, 2024
বাড়িরাজ্যএকদিবসীয় সম্মেলন আই পি এফ টি -র

একদিবসীয় সম্মেলন আই পি এফ টি -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : লোকসভা নির্বাচনে আগে অস্তিত্ব সংকটের মুখে আই পি এফ টি -র। যদিও এডিসি নির্বাচনের পর থেকেই অস্তিত্ব ধীরে ধীরে সংকটের মুখে পড়তে শুরু হয়। বিধানসভা নির্বাচনেও মাত্র একটি আসনে জয়ী হতে পেরেছে দল। বর্তমানে অস্তিত্ব সম্পূর্ণ সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

সংগঠনের নেতৃত্ব জটিল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মরিয়া। তাই এন এফ এন এস এবং আই পি এফ টি-র যৌথ উদ্যোগে শনিবার সুপারি বাগান স্থিত দশরথ দেব হলে অনুষ্ঠিত একদিবসীয় সম্মেলন। সম্মেলনের বিষয় ছিল এক জাতি বহু রাষ্ট্র, তিপ্রা ছাড়া বিশ্রামহীন। সম্মেলনের আগে দলীয় পতাকা উত্তোলন করেন আই পি এফ টি-র সভাপতি প্রেম কুমার রিয়াং। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা যুগ্ম সাধারণ সম্পাদক শুক্লা চরণ নোয়াতিয়া, সম্পাদক স্বপন দেববর্মা, এন এফ এন এস-র সভাপতি মনীশ তাওয়াং, ভি আই আর এ এ-র কার্যকরী সভাপতি নীরাজ খান্ডাওয়ালে সহ অন্যান্যরা। কনভেনার বুদ্ধ দেববর্মা জানান যারা পৃথক রাজ্যের দাবী করছে তারাই এন এফ এন এস-র সদস্য। এই সম্মেলনে আই পি এফ টি-র কেন্দ্রীয় কমিটি এবং  সমস্ত বিভাগীয় কমিটির প্রতিনিধিরা অংশ নেন। অন্যান্য রাজ্য গুলি থেকেও প্রতিনিধিরা উপস্থিত আছেন। মূলত আই পি এফ টি-র দাবী ভারতের সংবিধানের ২ ও ৩ ধারা অনুযায়ী পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়ার। সামনের দিনে কিভাবে আরো ভারত সরকারকে এই দাবীর যৌক্তিকতা সম্পর্কে সন্তুষ্ট করা যেতে পারে তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়। একই সঙ্গে দাবী আদায়ে আন্দোলনের রূপরেখা নির্ধারণ করতেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবার এন এফ এন এস-র কার্যকরী কমিটির বৈঠক রয়েছে। সেখানেও বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য