স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : ত্রিপুরা পিপলস পার্টির তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। আগরতলা প্রেস ক্লাবে হয় এই সম্মেলন। এদিন সম্মেলনের পর এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নয়া কমিটির সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ জানান, জনগণের কাছে ত্রিপুরা পিপলস পার্টির দাবি বিজেপি শাসন ব্যবস্থা পরাস্ত করতে এগিয়ে আসার জন্য।
কারণ সারা দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করে রেখেছে বর্তমান সরকার। বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির সাথে বিরোধী ঐক্য মঞ্চ গড়ে তুলতে হবে। এবং এর জন্য গণ আন্দোলন গড়ে তুলে লোকসভা নির্বাচনে বিজেপিকে দেশ থেকে হঠাতে হবে। এবং ত্রিপুরা পিপলস পার্টি গণতান্ত্রিক দলগুলির সাথে ঐক্য মঞ্চে আসতে প্রস্তুত বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনের পর ১৯ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কার্যকরী পর্ষদের সভাপতি হয়েছেন অঞ্জন শুক্ল বৈদ্য, সাধারণ সম্পাদক প্রবীন সিংহ, সম্পাদক হয়েছেন বিমল সিংহ, সজল দাস এবং চিরঞ্জয় রিয়াং।