স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা দেশে চলছে বিভিন্ন কর্মসূচি। প্রদেশ বিজেপি ও তার শাখা সংগঠন গুলির পক্ষ থেকে একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে।
শনিবার রাজধানীর হরিজন কলোনি এলাকায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। এইদিনের শিবির থেকে এলাকার বহু সাধারন মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সেবা মূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।