স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : বোতল ভেঙে যুবক খুন। ঘটনা সোনামুড়া রামপদ পাড়ায়। মৃত যুবকের নাম অভিরাম দেববর্মা। মৃত যুবকের পরিবারের অভিযোগ, রাম বাহাদুর দেববর্মা নামে এক ব্যক্তি তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে ত্রিশ বছর বয়সী রাম পদ পাড়ার অভিরাম দেববর্মার উপর আক্রমণ চালায়।
খবর পেয়ে পরিবারের লোকজনেরা ছুটে যায় ঘটনাস্থলে। সেখান থেকে আহত অবস্থায় অবিরামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তারপর সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হলে বৃহস্পতিবার রাত আড়াইটার নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে অবিরাম। তার মাথায় এবং পেটে আঘাতে চিহ্ন রয়েছে। কি কারনে তাকে রাম বাহাদুর দেববর্মা, জিতেন্দ্র দেববর্মা, অদিতি দেববর্মা, গোবিন্দ দেববর্মা খুন করেছে সে বিষয়টা নিয়ে ধোঁয়াশায় রয়েছে মৃত যুবকের পিতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছেলের খুনের জন্য অভিযুক্তদের ফাঁসি চাইলেন তিনি। তিনি জানান খুব দ্রুত থানায় খুনের মামলা করা হবে। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃত যুবকের পরিবার।