স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য দ্রুত লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করার জন্য এবং বাকি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে আগরতলা ফায়ার স্টেশনের অধিকার্তার কাছে ডেপুটেশন করেন চাকরি প্রত্যাশী বেকাররা।
বৃহস্পতিবার তারা ডেপুটেশন প্রদান করে জানান, ২০২২ সালের জুলাই মাসে ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগের জন্য একটি বিবৃতি প্রকাশ হয়। তারপর আবেদনকারীদের দৈহিক পরীক্ষা হয়। পরে গত ৮ জানুয়ারি লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। তারপর মৌখিক পরীক্ষা এবং মেরিট লিস্ট প্রকাশ বাকি রয়েছে। বাকি নিয়োগ প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য দাবি জানিয়ে দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান চাকরি প্রত্যাশী বেকাররা।