Wednesday, October 30, 2024
বাড়িরাজ্যযন্ত্র দেবতার আরাধনা

যন্ত্র দেবতার আরাধনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। যন্ত্র দেবতার আরাধনায় মেতেছে গোটা রাজ্য। উৎসবের মেজাজ শিল্পাঞ্চল গুলিতে। অন্যান্যবার বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর সুর বেজে যেত। কিন্তু এবার আর তা হয়নি। এবার বিশ্বকর্মা  পুজো দুর্গাপুজোর অনেক আগেই হচ্ছে পুজো। সেকারণে আক্ষরিক অর্থে শারদীয়ার ঢাকে এবার কাঠি পড়েনি।

 শিল্পাঞ্চল গুলিতে সকাল থেকেই উৎসবের আমেজ। শিল্পাঞ্চল গুলির পাশাপাশি দেব শিল্পীর আরাধনায় মেতে উঠেছে ব্যাটেলিয়ানের জওয়ানরাও। সারা বছর যারা অস্ত্র হাতে সুরক্ষা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রতিপালন করে যান তাদের উদ্যোগে হয় এই পূজার আয়োজন। অস্ত্রপূজা করেন তারা। বোধজং নগর স্থিত টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ানের সদর দপ্তরে হয় বিশ্বকর্মা পূজা। প্রতিবছরের ন্যায় টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ানের এম টি প্লেটুনের উদ্যোগে এই আয়োজন । বাহিনীর সদস্যদের মঙ্গলকামনা, এবং হাতিয়ার ও যান বাহন গুলিকে সুনিশ্চিত ভাবে পরিচালনা করা এবং সুনির্দিষ্ট সময়ে এই হাতিয়ার যাতে সচল থাকে তার জন্যই এই পূজার আয়োজন বলে জানান  তারা। ব্যাটেলিয়ায়নের সমস্ত সদস্যরা পূজায় অংশ নেন। বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির পুজোর মরসুম শুরু। শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। দেবীপক্ষের আগে শেষ পুজো হিসেবে বিশ্বকর্মা পুজো পালিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য