Wednesday, October 30, 2024
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রীর দিশাতে রাজ্য সরকার কাজ করছে : মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর দিশাতে রাজ্য সরকার কাজ করছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ সেপ্টেম্বর : ১৭ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্ম দিন। তাই প্রধানমন্ত্রী মঙ্গল কামনা করে নড়সিংগড় স্থিত মহাত্মা গান্ধী স্মৃতি বৃদ্ধাবাসে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে গিয়ে বৃদ্ধাবাসে থাকা আবাসিকদের মধ্যে ফল, মিষ্টি বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এরপর তাদের সঙ্গে মত ও কুশল বিনিময় করেন।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাজকর্মের বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর বিষয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধশ্রমে থাকা আবাসিকরা জানান প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী থাকলে দেশ আগামী দিনে আরো এগিয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে আবাসিকরা ফুল দিয়ে স্বাগত জানান। জি-২০ তে ভারতবর্ষকে বিশ্ব গুরু বানিয়েছেন প্রধানমন্ত্রী।  তিনি যা কাজ করছেন তা আগে দেখা যায়নি। একটি প্রকল্পের সুচনাও করেছেন। অন্তিম ব্যক্তির জন্য বিশেষ ভাবে চিন্তা ভাবনা করেন তিনি। রাজ্যকে হীরা মডেল করে দেখিয়েছেন। এটা নরেন্দ্র মোদীর জন্য সম্ভব হয়েছে।

জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দিল্লী সফর কালে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের উন্নয়ন ও সার্বিক বিকাশের লক্ষ্যে দুজনের মধ্যে দীর্ঘক্ষন আলোচনা হয়। একই সঙ্গে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুবিধা গুলি পৌঁছে দেওয়ার জন্য দিশা নির্দেশ করে দেন প্রধানমন্ত্রী। দিল্লী সফর থেকে রবিবার রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই সাক্ষাৎ-র বিষয়ে জানান মূলত রাজ্যের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে আলোচনায় স্থান পেয়েছে রাজ্যের দুটি বিধানসভার উপ নির্বাচনের বিষয়। বিজেপি-র জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। রাজ্যে শিল্প ক্ষেত্রে উন্নয়ন ঘটছে। বহিঃ রাজ্য থেকে বহু বিনিয়োগকারী আসতে চাইছে। তাদের স্বার্থে রাজ্য সরকার কি কি উদ্যোগ নিয়েছে এবং আগামী দিনে কি কি করতে পারে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর দিশাতে রাজ্য সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটি মানুষের সমস্যার সমাধান করার বিষয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য