স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ সেপ্টেম্বর : ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। গোটা দেশে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়। আর এই দিনটি বেরোজগারি দিবস হিসাবে পালন করল প্রদেশ যুব কংগ্রেস। এদিন পোস্ট অফিস চৌমহনি স্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। বিক্ষোভ মিছিল থেকে স্লোগান তুলে বিজেপি হটাও দেশ বাঁচাও। মিছিল শেষে কংগ্রেস ভবনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।
এইদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস। তিনি জানান সমগ্র দেশের মানুষ নরেন্দ্র মোদীর জন্মদিনকে বেরোজগার দিবস হিসাবে পালন করছে। তারই অঙ্গ হিসাবে এইদিন প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে বেরোজগার দিবস পালন করা হয়েছে। কারণ দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ২০১৪ সালের প্রতিষ্ঠিত হওয়ার আগে বলেছিল বছরে দুই কোটি চাকরি দেবে। একইভাবে ত্রিপুরা রাজ্যে বিজিবি সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু দেখা গেছে ডাবল ইঞ্জিন সরকারের আমলে গোটা দেশে এবং রাজ্যে বেকার হন্য হয়ে ঘুরছে। বিভিন্ন দপ্তরে শূন্যপদ পরে থাকার পরেও মিলছে না চাকরি। আর এর বিরুদ্ধে বেকাররা যখন রাজ্যে আন্দোলন গড়ে তুলছে, তখন এই সরকার পুলিশ লেলিয়ে বেকারদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। তাই আজকে এই বিশেষ দিনে বেরোজগারি দিবস পালন করা হচ্ছে বলে জানান তিনি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুনরায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এসেই শেষ হয়।