Tuesday, May 28, 2024
বাড়িরাজ্যজেল থেকে বের হয়ে আবারো আটক কুখ্যাত

জেল থেকে বের হয়ে আবারো আটক কুখ্যাত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ সেপ্টেম্বর :  বিশালগড় থানার পুলিশের হাতে আটক বাইক পাচার চক্রের মূল মাস্টার মাইন্ড। আগরতলা থেকে একটি বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে এনসিসি থানায় মামলা দায়ের হয় ২০২১ সালে। থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত আরবিন রহমান ওরফে তনু। শনিবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ রঘুনাথপুর স্থিত নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত আরবিন রহমান ওরফে তনুকে।

রবিবার দুপুরে ধৃত অভিযুক্তকে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় বেশ কিছুদিন পূর্বে নারী পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল আরবিন রহমান ওরফে তনু। বর্তমানে সে জামিনে মুক্ত রয়েছে। এরই মধ্যে বাইক চুরির ঘটনায় আরবিন রহমানকে ফের গ্রেপ্তার করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য