স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ সেপ্টেম্বর : রেলপথকে কাজে লাগিয়ে ত্রিপুরাকে নেশার করিডোর করে চলেছে বহিরাজ্যে একটা বড় চক্র। মাঝে মধ্যে পুলিশ সক্রিয় হলে গাঁজা পাচারকারীদের হাতেনাতে আটক করতে সক্ষম হচ্ছে। এরই মধ্যে রবিবার আগরতলা থেকে বিহারে ২২ কেজি গাঁজা পাচারের সময় আটক হল ৪ মহিলা। পুলিশ তাদের যোগেন্দ্র নগর রেলস্টেশন চত্বর থেকে আটক করে কলেজটিলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
অভিযুক্ত চার মহিলার বিরুদ্ধে কলেজ টিলার হারের পুলিশ এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা হাতে নেয়। পুলিশ জানায় চার মহিলার কাছ থেকে আটক হওয়া বাইশ কেজি শুকনো রাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকার অধিক হবে। তারা গাঁজাগুলি আগরতলা থেকে রেলের মাধ্যমে বিহার পাচার করার চেষ্টা করেছিল। পুলিশ গোপন খবরের মাধ্যমে তাদের আটক করতে সক্ষম হয়েছে। তাদের সাথে আরো কারা জড়িত রয়েছে সে বিষয়টাও খতিয়ে দেখছে কলেজটিলা ফাঁড়ির পুলিশ। এখন দেখার বিষয় পুলিশ গোটা গ্যাং জালে তুলতে সফল হয় কিনা।