Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যকর্মবিরতি করে বিক্ষোভ শ্রমিকদের

কর্মবিরতি করে বিক্ষোভ শ্রমিকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : চা বাগান ও শ্রমিকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বে উত্তেজনা বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগান এলাকা। প্রতিবাদ করায় প্রায় দুই শতাধিক চা শ্রমিকের এক দিনের কাজ বন্ধ করে দেয় নরেন্দ্রনগর চা বাগান কর্তৃপক্ষ। ঘটনার বিবরণে জানা যায়, বামুটিয়া বিধানসভার অন্তর্গত ৭ টি চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত।

 শাসক দল যতই ঢাক ঢোল ফাটানোর চেষ্টা করুক না কেন চা বাগান শ্রমিকদের সমস্যা দিন দিন বেড়েই চলছে। বামুটিয়া বিধানসভার ৭ টি চা বাগানের আসল চিত্র আবারো উঠে এলো হরেন্দ্রনগর চা বাগানের এই ঘটনার মধ্য দিয়ে। হরেন্দ্রনগর চা বাগান এলাকার রাস্তা বন্ধ করে শ্রমিকরা বিভিন্ন বঞ্চনার অভিযোগ এনে বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগান শ্রমিকরা বাগান অফিস ঘেরাও করে। পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনস্থালে ছুটে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। বাগান শ্রমিকরা যেন তারা সঠিকভাবে জল বিদ্যুৎ সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছে না। মালিক এবং প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করে নি তাদের জন্য। তাই তারা বিক্ষোভ শুরু করেছে। এবং এদিন বিক্ষোভে কাজ ছিল বন্ধ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য