স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
এবং প্রধানমন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলন সম্পন্ন করেছেন বিশ্বে নয়া কীর্তিমান প্রতিষ্ঠিত করেছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর হাতে এবং ত্রিপুরার কারুকার্য তুলে দিয়ে শুভেচ্ছা জানান। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিচক্ষণ মাগ দর্শনে বিগত এক দশকে উন্নয়ন বিকাশের নয়া মানদন্ড রচিত হয়েছে ভারতে। বিশেষ করে এই নরেন্দ্র মোদির সরকারের আমলে রাজ্যের অন্তিম ব্যক্তির পর্যন্ত উন্নয়ন ও সর্বাঙ্গীণ বিকাশের সুফল পৌঁছে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অবগত হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।