Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যবিদ্যুৎ পরিষেবা নিয়ে দায়িত্ব এড়াতে পারে না সরকার : মানিক

বিদ্যুৎ পরিষেবা নিয়ে দায়িত্ব এড়াতে পারে না সরকার : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : সি আই টি ইউ -র উদ্যোগে বিজেপি সরকারের বিদ্যুৎ ও রেল পরিষেবা বেসরকারি করনের প্রতিবাদে শুক্রবার এক কনভেনশনের আয়োজন করা হয়। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে হয় এই কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সি আই টি ইউ -র রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা।

উপস্থিত রাজ্য সভাপতি মানিক দে বলেন, বিদ্যুৎ -কে বাদ দিয়ে দৈনন্দিন জীবন একদিনও চলে না। বর্তমানে রাজ্যে বিদ্যুৎ এর যে পরিষেবা হয়ে আছে তার জন্য দায় এড়াতে পারে না সরকার। এর জন্য বিদ্যুৎকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। কারণ বিদ্যুতের সাথে জড়িত শিল্প ও কৃষির বিকাশ। তাই এদিকে সরকারকে গুরুত্ব দিতে হবে বলে জানান মানিক দে। তিনি আরো বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার বিদ্যুৎকে পণ্য হিসেবে বেছে নিচ্ছে। কিন্তু বিদ্যুৎ পরিষেবা হিসেবে মেনে নিতে চাইছে না সরকার। গোটা ব্যবস্থাপনা আদানি, আম্বানির হাতে তুলে দিতে চাইছে। এতে করে বিদ্যুৎ পরিষেবার মুখ থুবড়ে পড়ছে বলে জানান তিনি। আরো বলেন, বিদ্যুতের এই হাল হাকিকৎ -এর জন্য দায়ী কে, সেটা মানুষকে বোঝাতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য