স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : চোখের উন্নত চিকিৎসার জন্য এখন আর বহিঃরাজ্যে যেতে হয় না। শুধুমাত্র রেটিনার সার্জারির প্রয়োজন হলে রোগীকে বাইরে পাঠানো হয়। আর নাহলে উন্নত চক্ষু চিকিৎসা এখন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে করা হয়। বৃহস্পতিবার দুপুরে জিবি হাসপাতালের কাউন্সিল কক্ষে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান চক্ষু বিভাগে বিশেষজ্ঞ ডা. ফণী সরকার। ডায়াবেটিস রোগী সংখ্যা দিন দিন বাড়ছে।
এবং ডায়াবেটিসের কারণে ১০ থেকে ১৫ বছর পর চোখের মধ্যে রক্ত এবং জল জমে যায়। তবে এই চিকিৎসাও রাজ্যের জিবি হাসপাতালে করা হচ্ছে। বহিঃরাজ্যের কোন হাসপাতালে গিয়ে চোখে রক্ত এবং জল জমে যাওয়ার জন্য ইনজেকশন দিতে গেলে ১৭ থেকে ১৮ হাজার টাকা ব্যয় করে রোগীর। কিন্তু যারা জিবি হাসপাতালে এই পরিষেবা নিতে চায় তারা ইনজেকশন কিনে আনলে বিনামূল্যে রোগীকে ইনজেকশনটি দিয়ে দেওয়া হয়। এবং যারা আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত তারা বিনামূল্যে এই সুযোগ পায়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন যাদের হাইপার টেনশন রয়েছে, তাদের বিনামূল্যে ইনজেকশন হাসপাতালে দেওয়ার সুযোগ রয়েছে। যার ফলে বহিঃরাজ্যে যাওয়ার প্রয়োজন হয় না। চোখের ছানি অপারেশনের ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে রাজ্যের চিকিৎসকরা। প্রায়-৬ হাজার ছানি অপারেশন বছরে করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক আরো জানান, চলতি বছর দুজনের চক্ষুদান হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে। কিন্তু মানুষকে চক্ষু দানের দিকে গুরুত্ব দিতে হবে। তাহলে বহু মানুষ তার দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এম এস শংকর চক্রবর্তী।