স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : শান্তিরবাজার মহকুমার মনপাথর ব্রু-সংগ্রমা পূজায় গিয়ে রহস্য জনক ভাবে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম সৌরজ রিয়াং। সৌরজ রিয়াং-কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের লোকজনদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জানা যায়, ঘটা করে রিয়াং জনজাতিদের কূল দেবী সংগ্রমা পূজাকে কেন্দ্র করে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মনপাথর এলাকায়। মনপাথর এলাকার দখলসিং রিয়াং পাড়ায় এই মেলার আয়োজন করা হয়।
দুইদিন ব্যাপী অনুষ্ঠীত হবে এই মেলা। বুধবার রাতে মেলায় গিয়ে প্রান হারাতে হয়েছে এক যুবককে। জানা যায় গঙ্গারায় পাড়ার বাসিন্দা মানিক রিয়াং-এর ছেলে সৌরজ রিয়াং বুধবার রাতে মেলায় যাওয়ার উদ্দ্যোশ্যে বারি থেকে বের হয়। বৃহস্পতিবার সকালে মেলা থেকে ঢিল ছোরা দুরত্বে তক্কশিলা পাড়ার রাস্তার পাশে সৌরজ রিয়াংকে পরে থাকতে দেখে এলাকাবাসীরা খবর দেয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা সৌরজ রিয়াংকে উদ্ধার করে শান্তির বাজার ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায়। পরবর্তী সময় ট্রমা কেয়ার সেন্টারে মৃত্যু হয় সৌরজ রিয়াং-এর। এইদিকে ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ও সৌরজ রিয়াং-এর পরিবারের লোকজন শান্তিরবাজার ট্রমা কেয়ার সেন্টারে ছুটে যায়। মৃত সৌরজ রিয়াং-এর বাবার বক্তব্য সৌরজ রিয়াংকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এইদিকে ময়না তদন্ত শেষে সৌরজ রিয়াং-এর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। এইদিকে সৌরজ রিয়াং-এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। শান্তিরবাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।