Thursday, December 26, 2024
বাড়িরাজ্যছিনতাই -এর ঘটনায় আটক ৩

ছিনতাই -এর ঘটনায় আটক ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : শহরে লাগাতার ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। বাজার হাট সর্বত্রে চলছে প্রায়ই অপরাধমূলক ঘটনা। ফলে চোর ছিনতাইবাজদের কারণে সাধারণ মানুষ বাজার হাটে যেতে আতঙ্কে ভুগছে। গত তিন দিন আগে বটতলা বাজারে বাবুল দেব নামে এক গাড়ি চালক বাজার করতে গিয়ে ছিনতাই বাজদের কবলে পড়ে। বাবুল দেবের কাছ থেকে নিয়ে যায় মোবাইল ফোন।

তারপর তিনি যথারীতি বটতলা পুলিশ ফাঁড়িতে একটি মামলায় রুজু করেন। বটতলা ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার গাঙ্গাল রোড থেকে প্রসেনজিৎ সরকার, প্রসেনজিৎ ভট্টাচার্যী এবং সানি কর নামের তিনজনকে আটক করে। পুলিশ তাদের জিজ্ঞাসা বাদ চালাচ্ছে। পুলিশের ধারণা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে গোটা গ্যাং জালে তুলতে পারবে। পুলিশ ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে যতদূর জানা যায় বটতলা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় হাওড়া মার্কেটে ছিনতাইকারীদের বিচরণ ভূমি তৈরি হয়ে আছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে বেশ কয়েকজন জালে উঠতে পারে। সন্ধ্যার পর থেকে হাওড়া মার্কেটে পরিবেশ অত্যন্ত তলানিতে গিয়ে দাঁড়ায়। চলে নেশা কারবারিদের উশৃংখলতা। আর সেখান থেকে এ ধরনের অপরাধমূলক ঘটনার জন্য টিম গড়া হয় বলে সূত্রের খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য