Saturday, February 15, 2025
বাড়িরাজ্যবিজয় মিছিলে যাওয়ার শশুর বাড়ির আক্রমণে আহত জামাতা

বিজয় মিছিলে যাওয়ার শশুর বাড়ির আক্রমণে আহত জামাতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : গত ৮ সেপ্টেম্বর বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়। দুটি কেন্দ্রেই শাসক দল জয়ী হয়েছে। যথারীতি বুধবার বিজয় মিছিল অনুষ্ঠিত হয় বিজেপি -র। আর বিজয় মিছিলের পর অঘটন ঘটল এক শাসক দলের একনিষ্ঠা কর্মীর। শশুর, কাকা শশুর এবং শ্যালকের হাতে রক্তাক্ত হলেন এই একনিষ্ঠা কর্মী। তার নাম বাহার মিয়া।

 বাড়ি সোনামুড়া মহকুমা তেলকাজলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাহার মিয়া বুধবার বিজয় মিছিল থেকে বাড়ি যাওয়ার পর স্ত্রীর সাথে ঝগড়া বাধে। পরবর্তী সময় রাত দেড়টা নাগাদ অভিযুক্ত শ্বশুর হারুন মিয়া, বিল্লাল মিয়া এবং শ্যালক সুরজ মিয়া বাড়িতে প্রবেশ করে বাহার মিয়ার উপর অতর্কিত আক্রমণ চালায়। হাতে ছিল কিরিচ এবং বন্দুক। তার মাথায়, পিঠে এবং পেটে আঘাত করে গুরুতর আহত করেন তিন অভিযুক্ত। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন বাহার মিয়া। বাহার মিয়াকে বাড়ির লোকজনেরা নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরো অভিযোগ করেন তার শশুর হারুন মিয়া এলাকায় তাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। মানুষের কাছ থেকে তোলা আদায় করেছে। এবং ২০১৩ সালে বন্দুকবাজ হয়ে মানুষকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে বলে জানান বাহার মিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য