স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : শারদ উৎসব আসন্ন। তাই শারদ উৎসবকে সামনে রেখে আগরতলার পুর এলাকার প্রগতি স্কুল সংলগ্ন বাধের নির্মাণ কাজ ও হাই মার্চ লাইট লাগানোর কাজ করার জন্য সরজমিনে জায়গাটি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর অভিষেক দত্ত সহ পুর নিগমের আধিকারিকরা। এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার জানান আগরতলা শহরের ১২ টি স্থানে হাই মার্চ লাইট লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অধিকাংশ স্থানে হাই মার্চ লাইট লাগানো হয়ে গেছে। প্রগতি স্কুল সংলগ্ন বাধের পার এলাকায় সন্ধ্যার পর অন্ধকার থাকার ফলে নানান অসামাজিক কাজ হয়ে থাকে। তাই এই এলাকায় হাই মার্চ লাইট লাগানো হবে। সার্বিক ভাবে আগরতলা শহরকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগরতলা শহরে বিভিন্ন এলাকায় এভাবে লাগানো হচ্ছে অতি আলোর সম্পন্ন অত্যাধুনিক লাইট। এতে করে শহর সন্ধ্যা থেকে আলোকিত হয়ে থাকছে। নিগম কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য হলো শহরকে বাস্তবে স্মার্ট সিটি রুপ দেওয়ার। পাশাপাশি যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা অন্ধকারময় জায়গায় যাতে না ঘটে তার জন্য নজর দেওয়া হয়েছে অতি আলোর সম্পন্ন বিদ্যুতের লাইট স্থাপনে।