স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সঠিক সময়ে ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা হচ্ছে না। দপ্তরের দরজায় দরজায় ঘুরলেও ছাত্র-ছাত্রীদের মিলছে না স্টাইপেন্ড। বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত নেহেরু পার্ক সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল সংগঠিত করে সম্রাট রায়ের নেতৃত্বে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখায়। উপস্থিত সম্রাট রায় জানান, জনজাতি কল্যাণ দপ্তর সঠিকভাবে দায়িত্ব পালন করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। সঠিক সময় মত ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করতে পারছে না।
দপ্তরে বহুবার ছাত্র-ছাত্রীরা এসে দাবি জানানোর পরেও দপ্তর তাদের স্টাইপেন্ড প্রদান করছে না। সুতরাং দপ্তরটি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি দেখার প্রয়োজন বলে জানান তিনি। তিনি বলেন মাস শেষ হতেই দপ্তরের কর্মীদের মোটা অংকের বেতন হয়, কিন্তু সঠিক সময় মত স্টাইপেন্ড প্রদানের দায়িত্ব পালন করছে না তারা। সুতরাং অবিলম্বে স্টাইপেন্ড প্রদান করা না হলে তারা দপ্তরের আধিকারিকদের তালাবন্দী করবে বলে হুশিয়ার দেন। তবে উল্লেখযোগ্য বিষয় লক্ষ্য করা যায়, এদিন সংগঠনের নাম করে বিক্ষোভ দেখায়নি সম্রাট রায়। দলীয় সূত্রে খবর, সম্রাট রায় এন এস ইউ আই -র রাজ্য সভাপতি হলেও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার লড়াইয়ে সংগঠন থেকে নাম গোত্র তুলে নিতে চাইছে সম্রাট। তাই এদিন সে বারবারই তার নামের পরিচয় দিয়ে আন্দোলন করেছে। একবারের জন্য মুখে আনেনি সংগঠনের নাম।