স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড রাজধানীর ইচাবাজার স্থিত কালি টিলা এলাকার শুভজিৎ সূত্রধরের বাড়িতে। ঘটনা সংগঠিত হয় বৃহস্পতিবার সকালে। ঘটনার দীর্ঘ সময় পর ছুটে আসে দমকল কর্মীরা। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর বাড়ির লোকজন জানান বিদ্যুৎ-এর শট সার্কিট থেকে এইদিন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সংগঠিত হয়। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কিন্তু দীর্ঘ প্রায় এক ঘণ্টা পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছায় বলে অভিযোগ। যদিও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রনে আসে। বাড়ির মালিক আরও জানান অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক কয়েক হাজার টাকা ক্ষতি হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে হাত না লাগালে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে হলে ধারণা সকলের।