স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : টি এম সিতে অবৈধ ভাবে ফার্মেসি খোলা হয়েছে বলে অভিযোগ স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের। তা বন্ধ করার দাবি জানিয়ে ওষুধ ব্যবসায়ীরা ১১ সেপ্টেম্বর টি এম সির সামনে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেন।
অভিযোগ এখনও হাসপাতাল কর্তৃপক্ষ কোন সাড়া দেয়নি। বুধবার ত্রিপুরা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস এসোসিয়েশনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন হাপানিয়ার ওষুধ ব্যবসায়ী ও সংগঠনের নেতৃত্ব। তারা জানান আগামী দিনে মুখ্যমন্ত্রীর দেখা করে বিষয়টি অবগত করবেন। সংগঠনের সহকারী সম্পাদক সত্যব্রত দেবনাথ অভিযোগ করেন জন বিদ্বেষী মূলক কাজ চালিয়ে যাচ্ছেন টি এম সি কর্তৃপক্ষ। তা কাম্য নয়। সংগঠনের তরফে এর নিন্দা জানান তারা।