Wednesday, April 30, 2025
বাড়িরাজ্যদক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে সরকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ...

দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে সরকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে : সান্তনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : বর্তমানে যুব সমাজ নেশা গ্রস্ত হয়ে আছে। এই যুব সমাজকে রক্ষা করতে হলে কাজে ব্যস্ত রাখতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকার চায় নেশা মুক্ত ভারত, নেশা মুক্ত ত্রিপুরা। বুধবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে এক অনুষ্ঠানে একথা বললেন মন্ত্রী সান্তনা চাকমা।ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট ও আগরতলা জিবি হাসপাতালের যৌথ উদ্যোগে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। পাশাপাশি এম আই এস পোর্টালেরও উদ্বোধন হয়।

 অনুষ্ঠানের সূচনা করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা আরো বলেন, দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে সরকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচিতে ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে অনেকেই উদ্যোগী হয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। তিনি বলেন, বর্তমান সময়ে সব ক্ষেত্রের কাজেই দক্ষতার প্রয়োজন। তিনি আশা ব্যক্ত করেন, আজকে যারা প্রশিক্ষণের শেষে শংসাপত্র পেয়েছেন, তারাও আগামীদিনে দেশের বিভিন্ন স্থানে সাফল্যের সাথে কাজের মধ্য দিয়ে আত্মনির্ভর হয়ে উঠবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব কে এস শেঠি, এনএসআইসিএর জোনাল জেনারেল ম্যানেজার বিজয় প্রকাশ, এজিএমসিও জিবিপি হাসপাতালের এমএস ডা. শংকর চক্রবর্তী, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, এজিএমসির প্রিন্সিপাল প্রফেসর অরূপ কুমার সাহা, ডা. সমৰ্পিতা দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা করতে গিয়ে মন্ত্রী এদিন বলেন, শুধু সরকার নয়, সকলে মিলে কাজ করলেই নেশা মুক্ত ভারত, নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা যাবে। পাশাপাশি মন্ত্রী আরও বলেন, যারা ইচ্ছুক তাদের কিভাবে দক্ষতার প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য