স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : উদয়পুর দুই নম্বর ফুলকুমারী এলাকার হারুন মিয়ার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। হারুন মিয়া পেশায় দিনমজুর। মেয়ের বিয়ের জন্য প্রতিদিনের রোজগারের কিছু অর্থ জমিয়ে কয়েক বড়ি স্বর্ন ও ২৫ হাজার টাকা রেখে ছিলেন নিজ ঘরে। প্রতিদিনের মতো মঙ্গলবার কাজ সেরে রাতে বাড়ি ফিরে ঘুমাতে যান।
বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন হারুন মিয়া ঘরের দরজা খোলা। ঘরের আলমারি সহ ঘরের সমস্ত জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারিতে থাকা মেয়ের বিয়েতে জমানো কয়েক বড়ি স্বর্ন ও নগদ টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে চুরের দল। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যায়। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।