স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : রাজধানীর আইজিএম চৌমুহনী থেকে গাড়ি সহ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হল পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে পশ্চিম আগরতলা থানার পুলিশ এই অভিযান চালায়। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান ইতিপূর্বে ফেন্সিডিল সহ মিঠু দাস নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য জানা যায়।
সেই তথ্যের উপর ভিত্তি করে কয়েকটি গারিকে চিহ্নিত করা হয়। এইদিন কর্নেল চৌমুহনী এলাকায় সন্দেহজনক একটি টাটা ম্যাজিক গাড়িকে আটক করার চেষ্টা করা হয়। কিন্তু গাড়িটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আইজিএম চৌমুহনী এলাকায় গাড়িটিকে আটক করা হয়। কিন্তু চলন্ত গারি থেকে গাড়ি চালক জাম্প দিয়ে পালিয়ে যায়। তারপর গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর পর উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল। উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা হবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক।