স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : রাজ্যে শিক্ষা পরি কাঠামো উন্নয়নে আগামী ৫ বছরে দুই হাজার কোটি টাকা ব্যয় করা হবে। সোমবার রাজধানীর রবীন্দ্র ভবনে কম খরচে শিক্ষাদানের উপকরণ তৈরির প্রদর্শনীতে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আরো বলেন, সরকারি মহা বিদ্যালয় ও বিশ্ব বিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ছাত্রীদের বিভিন্ন ফি মকুব করা হয়েছে। দিব্যাঙন পড়ুয়াদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করার জন্য চিফ মিনিস্টারস স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। ত্রিপুরাতে এডুকেশন হাব যাতে গড়ে উঠে সেটাই সরকারের লক্ষ্য। সরকার চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের গুণগত শিক্ষা দেওয়ার বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, শিক্ষক- শিক্ষিকারাও সেই কাজ করছেন।
তিনি বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অবশ্যই হবে। সেই দায়িত্বও শিক্ষক- শিক্ষিকারা কাঁধে তুলে নিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, বন্দে ভারত শিক্ষামূলক চ্যানেল শিক্ষা দপ্তর থেকে চালু করা হয়েছে। নবম শ্রেণীর পড়ুয়াদের বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য কর্মসূচী নিয়েছে দপ্তর। বুনিয়াদি শিক্ষা দপ্তরের তরফে হয় এই প্রদর্শনী। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।