Monday, March 17, 2025
বাড়িরাজ্যশারদ উৎসবকে সামনে রেখে ক্লাবের কর্মকর্তাদের নিয়ে আরক্ষা দপ্তরের বৈঠক

শারদ উৎসবকে সামনে রেখে ক্লাবের কর্মকর্তাদের নিয়ে আরক্ষা দপ্তরের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : সার্বজনীন দূর্গা পূজার ৪০ দিন বাকি। যদিও আগরতলা শহরের বড় বাজেটের পুজো গুলির মন্ডপ চতুর্থী এবং পঞ্চমী রাতেই উদ্বোধন হয়ে যায়। ইতিমধ্যে প্রশাসনিক দিক থেকে সেরে নেওয়া হচ্ছে সমস্ত প্রস্তুতি। শান্তি পূর্ণভাবে যাতে পুজোর দিনগুলি অতিবাহিত হয় সেদিকে গুরুত্ব দিয়ে আরক্ষা প্রশাসন ক্লাবগুলি সাথে বৈঠক করে চলেছে।

 পূর্ব আগরতলা থানাধীন প্রায় শতাধিক পুজো হয়। ক্লাবগুলি যাতে নিজ নিজ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করে তার জন্য পূর্ব আগরতলা থানায় রবিবার সদর মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সদর মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তাদের কাছে পূজোর দিনগুলিতে সহযোগিতা চাওয়া হয়। পরবর্তী সময়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, পূর্ব আগরতলা থানা এলাকায় প্রায় শতাধিক পুজো হয়। বিগত বছরগুলিতে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। সেই অভিযোগ যাতে না উঠে তার জন্য এদিনের বৈঠকে আলোচনা হয়। আলোচনা হয় ক্লাব এলাকায় যাতে ট্রাফিক জ্যাম সৃষ্টি না হয় সেদিকে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এর পাশাপাশি পুজোর দিনগুলিতে নেশা মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা রাখারও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য