Friday, May 23, 2025
বাড়িরাজ্যগুণী শিক্ষকদের সংবর্ধনা

গুণী শিক্ষকদের সংবর্ধনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : রবিবার উমাকান্ত একাডেমী মিলনায়তনে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৬২ তম শিক্ষক দিবসের উপলক্ষে রাজ্যের শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষাবিদ ড. জগদীশ গণ চৌধুরী , ত্রিপুরা বোর্ডের  সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী, রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালক  শিক্ষক পরেশ চক্রবর্তী, বিজয়কুমার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা  এবং নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের প্রাতঃ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম ধরকে সংবর্ধনা জানানো হয়।

এবং স্মারক লিপি তুলে দেন মেয়র দীপক মজুমদার। পরে মেয়র বক্তব্য রেখে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন, শিক্ষক দিবস উপলক্ষে যে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে শিক্ষা ক্ষেত্রে। সেদিকে গুরুত্ব দিয়ে রাজ্যে নয়া জাতীয় শিক্ষা নীতি কার্যকর করার চেষ্টা করছে। যার ফলে ছেলেমেয়েদের গুণগত শিক্ষা মিলবে বলে জানান তিনি। আরো বলেন যে সব গুণী শিক্ষকরা আজ সংবর্ধনা পেয়েছেন তারা বিগত দিন যেভাবে রাজ্যের ছেলেমেয়েদের সঠিক দিশা দেখিয়েছেন, আগামী দিনেও একইভাবে সঠিক দিশা দেখাবে। যাতে করে ছেলেমেয়েরা বিশ্বের যেকোনো প্রান্তে গিয়ে সফল হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!