স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : রবিবার কংগ্রেস ভবনে সেবা দলের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ২৮ ডিসেম্বর জাতীয় সেবা দলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হবে। প্র
তিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সেবা দলের উত্তর পূর্বাঞ্চল ইনচার্জ চন্দন বড়ুয়া, ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য, রাজ্য সেবা দলের সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল সহ অন্যান্যরা। সেবা দলের সংগঠনকে ঢেলে সাজিয়ে মানুষের সেবার কাজে সহযোগিতা করার লক্ষ্য এই বৈঠক। পাশাপাশি জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের বিষয়ে সিদ্ধান্ত হয় এই বৈঠকে। বক্তব্য রাখতে গিয়ে সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রতি জনগনের যে অনাস্থা সেই অনাস্থাকে হাতিয়ার করে কংগ্রেস দল লড়াই করবে।