স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : কুয়া থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনা শনিবার সকালে ফটিকরায় নিউ রাজনগর এলাকায় রাস্তার পাশে এক কোয়া থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম গণেশ দাস। বয়স ৩০ বছর।
শনিবার সকালবেলা মৃতদেহটি কুয়ার জলে ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। তবে কিভাবে কুয়াতে পড়েছে সে বিষয়টা নিয়ে ধন্দে এলাকাবাসী। কারোর ধারণা আত্মহত্যা, আবার কারো ধারনা খুন। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।