Sunday, January 19, 2025
বাড়িরাজ্যরাজ্যে এনসিসি ফেস্টিবলের পরিকল্পনা

রাজ্যে এনসিসি ফেস্টিবলের পরিকল্পনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : শনিবার কলেজ টিলা স্থিত এনসিসি ক্যাম্প পরিদর্শনে গেলেন উত্তর-পূর্বাঞ্চলের এন সি সি -র এডিশনাল ডাইরেক্টর মেজর জেনারেল গগন দীপ। তিনি শুক্রবার রাজ্যে দুদিন সফরে এসে এনসিসি -র ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

 এদিন বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সাব ইউনিটের পক্ষ থেকে এনসিসি উত্তর-পূর্বাঞ্চলের এডিশনাল ডিরেক্টর মেজর জেনারেল গগন দীপকে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে এন সি সি -র মাধ্যমে ছাত্র ছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশ আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে আলোচনা হয়েছে। আরো বলেন, কলেজগুলির মধ্যে এনসিসি কিভাবে চলছে সেই বিষয়ে তিনি চাক্ষুষ করতে এদিন সরজমিনে পরিদর্শনে এসেছেন।

পাশাপাশি তিনি জানেন ত্রিপুরায় এনসিসি ফেস্টিবলের আয়োজন করা হবে। প্রথমবার রাজ্যে হবে এই ফেস্টিবল। এই এনসিসি ফেস্টিবলের মধ্যে রাজ্যের সমস্ত কলেজের এনসিসি -র ছাত্রছাত্রীরা এসে তাদের প্রতিভা তুলে ধরবে বলে জানান তিনি। ছোট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন আধা সামরিক বাহিনীর আধিকারিক ও কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে এনসিসি -র দায়িত্বে থাকা কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য