স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : পাঁচ বস্তা বেআইনি কাপড় উদ্ধার করল আমতলী থানার পুলিশ। ঘটনা আমতলী থানাধীন ফুলতলী মতিনগর এলাকার বাদল মিয়ার বাড়ি থেকে কাপড়গুলি উদ্ধার হয়। আমতলী থানার ওসি জানান শুক্রবার রাতে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছ থেকে জানতে পারে ফুলতলী মতি নগর এলাকায় বাদল মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে বেআইনি কাপড় মজুত রয়েছে।
সে অনুযায়ী অভিযান চালিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার অধিক বেআইনি কাপড় উদ্ধার করতে সক্ষম হয় আমতলী থানায় পুলিশ। এবং যে বেআইনি কাপড়গুলি উদ্ধার হয়েছে সেগুলি বাংলাদেশের পাচারের জন্য মজুদ করেছিল কিনা সে বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত বাদল মিয়াকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।