Friday, October 25, 2024
বাড়িরাজ্যশনিবার বসে জাতীয় লোক আদালত

শনিবার বসে জাতীয় লোক আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : শনিবার বসে জাতীয় লোক আদালত। চলতি বছরের তৃতীয় জাতীয় লোক আদালত হয় এদিন। লোক আদালতে মোট ৭১ টি বেঞ্চে আনুমানিক ১৫,২৭১ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত আনুমানিক ৭,৪৬৭ টি বিষয় রয়েছে। যার মধ্যে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত আনুমানিক ৬,৮৪৬ টি মামলা এবং দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের আনুমানিক ৬২১ টি মামলা রয়েছে।

 এছাড়া আদালতে বিচারাধীন আনুমানিক ৭৮০৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে রয়েছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা, বৈবাহিক বিরোধের মামলা, চেক বাউন্স সংক্রান্ত মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত মামলা এবং চাকুরি সংক্রান্ত মামলা। জাতীয় লোক আদালত উপলক্ষ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে। লোক আদালতে সবচেয়ে বেশি ১৬ টি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য ছিল হেল্প ডেস্ক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য