স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : হেন কারেঙ্গে, তেন কারেঙ্গে, কিন্তু বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়েছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা। নাজেহাল জনজীবন। মুখ থুবড়ে পড়া বিদ্যুৎ পরিষেবা নিয়ে মুখ খুলতে পর্যন্ত চাইছেন না দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। আবারো অভিযোগ উঠলো রতন লাল নাথের দায়িত্বপ্রাপ্ত দপ্তর বিদ্যুৎ নিগম নিয়ে। তিন দিন ধরে নেই বিদ্যুৎ।
সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকছে গোটা গ্রাম। ফলে ভোগান্তির শিকার আমজনতা। অভিযোগ বিদ্যুৎ সারাইয়ের কথা বললে গ্রাহকদের কাছে টাকা দাবি করছেন নিগমের কর্মীরা। এই সমস্যাটি বিদ্যুৎ সমস্যায় চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত রংমালা এডিসি ভিলেজ এর ৪ নং ওয়ার্ডের। অভিযোগ তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় মিলছে না পানীয় জল। ব্যাঘাত ঘটছে ছেলে- মেয়েদের পঠন-পাঠনে।রাতে চলাফেরা করাও দ্বায় হয়ে দাঁড়াচ্ছে অসহায় জনজাতিদের। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে গ্রামের মানুষ। সন্ধ্যার পর গোটা গ্রামে নেমে আসে ঘন ঘুটঘুটে অন্ধকার।
অন্ধকারের সুযোগ নিচ্ছে নিশি কুটুম্বের দল। অভিযোগ ভুক্তভোগীরা বারবার স্থানীয় বিদ্যুৎ নিগমের অফিসে ফোন করলেও সুরাহা হচ্ছে না। আরও অভিযোগ গ্রাহকদের কাছে লাউনম্যানরা ১০ হাজার টাকা দাবি করেছে। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ লোকজন। তারা দাবি জানান, দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার। কিছুদিন আগেও বিশ্রামগঞ্জ ইলেকট্রিক সিনিয়র ম্যানেজার অফিস থেকে লোক এসে রংমালা গ্রামের বিদ্যুৎ কানেকশন ছিন্ন করে দিয়েছিল বিলের জন্য। এরপর সংবাদের চাপে পড়ে যাদের বিল পরিশোধ হয়েছে তাদেরকে আবার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এখন আবার তিনদিন ধরে রংমালা গ্রামের ৪নং ওয়ার্ড বিদ্যুৎহীন। এদিকে দাবি উঠেছে অসহায় গ্রাহকদের কাছে টাকা দাবি করার ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে পদক্ষেপ নেওয়ার।