স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : স্বামী, দেবর ও শশুর বাড়ির লোকজনদের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে কুমারঘাট থেকে দুই অবুঝ শিশুকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন এক গৃহবধু। বামপুরে যাওয়ার পথে তেলিয়ামুড়াতে স্বামী সহ শশুর বাড়ির সদস্য কর্তৃক আবারো হেনস্থার শিকার গৃহবধূ।
গৃহবধূর অভিযোগ, আট বছর পূর্বে কুমারঘাটের ফটিকরায় এলাকার গঙ্গানগর গ্রামের লিটন করের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল এই গৃহবধূর। কিন্তু বিয়ের পর থেকেই পেশায় গাড়ি চালক লিটন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিনিয়ত গৃহবধূর উপর নির্যাতন করতো বলে অভিযোগ। অবশেষে শুক্রবার নিজের প্রাণ বাঁচিয়ে কোনক্রমে কুমারঘাট থেকে নিজ বাবার বাড়িতে যাবার পথে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল স্থিত অটো স্ট্যান্ডের সামনে এসে পৌঁছলে অপর দিক থেকে পিছু ধাওয়া করে ওই গৃহবধূর স্বামী এবং শ্বশুর। এবং গৃহবধূকে এক প্রকার টানা হেঁচড়া করতে থাকে বলে অভিযোগ। গোটা ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় অটোচালক সহ অন্যান্যরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকলকে থানায় নিয়ে আসে। গৃহবধূ জানান, শ্বশুরবাড়ির অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন।