স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : জন্মদাত্রী মাকে ধর্ষণের দায়ে আসামী ছেলেকে যাবজ্জীবন কারাদন্ডের রায় শুনাল বিশালগড় আদালত। ন্যাক্কার জনক ঘটনাটি ঘটে ২০২২ সালে টাকারজলা থানা এলাকায়। জানাযায় ২০২২ সালের ২ মে টাকারজলা এলাকায় এক যুবক তার মাকে ধষর্ন করে।
২০২২ সালের ৫ মে ধর্ষিতা অভিযুক্ত ছেলের বিরুদ্ধে টাকারজলা থানায় ধর্ষনের মামলা দায়ের করেন। টাকার জলা থানার পুলিশ মামলার তদন্তে নেমে সেই দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় অভিযুক্তকে জেলে রেখে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হয়। বিচার প্রক্রিয়া চলাকালিন সময় ২০ জন সাক্ষির সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। শুক্রবার বিচারক অভিযুক্ত ছেলেকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেন। আদালতের এই রায়ের বিষয়ে জানান সরকারি আইনজীবী গৌতম গিরি।