Saturday, January 18, 2025
বাড়িরাজ্যআমরা ভাল শিক্ষক তাই এত ভাল রেজাল্ট হয়েছে, উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর...

আমরা ভাল শিক্ষক তাই এত ভাল রেজাল্ট হয়েছে, উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা বলেছেন যে এই দুই কেন্দ্রের ফলাফল প্রমাণ করে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা থেকে শুরু করে নেতৃত্বরা ভাল শিক্ষক, তাই ভাল ফলাফল হয়েছে। মূলত তিনি বোঝাতে চেয়েছেন কেন্দ্রের ও রাজের ডাবল ইঞ্জিনের সরকার সকল অংশের জনগণের উন্নয়ন করছে। উন্নয়নের কোন ধর্ম হয় না, সম্প্রদায় হয় না, উন্নয়ন সবার। এই যে বিষয়টি তা ধনপুর এবং বক্সনগরের মানুষকে বোঝাতে পেরেছেন বিজেপির নেতা কর্মী সমর্থকরা। আর তার ফলাফলই হয়েছে দুই কেন্দ্রের জয়।

বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, বক্সনগরে যে ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন সেটা প্রমাণ করেছে যে মুসলীম অংশের মানুষের বিজেপির প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন বিজেপির রাজ্যস্তরের নেতৃত্বরা বক্সনগরে প্রচারে বেরিয়ে যে সাড়া পেয়েছেন তাতে নিশ্চিত যে ওই এলাকার সমস্ত অংশের মানুষ চাইছে বিজেপি প্রার্থীকে জয়ী করতে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও বলেন, সোনামুড়া মহকুমায় কংগ্রেসের কোন ভিত নেই। চল্লিশ বছরের পোড় খাওয়া কংগ্রেস নেতা বিল্লাল মিয়া বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি যোগদান করেই বলেছেন যে ওই এলাকায় কংগ্রেস কর্মী সমর্থকরা এখন বিজেপিতে যোগ দিয়েছেন। সেখানে কংগ্রেসের কোন অস্তিত্ব নেই।

সিপিএমের নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী বলেছেন, বক্সনগর থেকে পূর্বতন সরকারে মন্ত্রীও ছিলেন। সংখ্যালঘুদের উন্নয়নে তেমন কোন কিছুই করেনি। বর্তমানে বক্সনগর ও ধনপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, সেখানকার মানুষ জানেন বিজেপির নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকারই একমাত্র পারে প্রকৃত অর্থে উন্নয়ন করতে। আর সেজন্যই এই দুই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী লোকসভা নির্বাচনেও একই অবস্থা হবে। আইএনডিআইএ জোট কোন কাজে আসবে না। গোটা দেশেই বিজেপির জয়জয়কার হবে।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা প্রমুখ। বিজেপি প্রদেশ সভাপতি মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে উপনির্বাচনের এই সাফল্যের জন্য সংবর্ধনা জানান। অনুরূপ ভাবে মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহাও পুষ্পস্তবক দিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্যকে অভিনন্দন জানিয়েছেন ধনপুর এবং বক্সনগর উপনির্বাচনে বিপুল জয়ের জন্য। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য