Friday, October 25, 2024
বাড়িরাজ্যবিধানসভা উপনির্বাচন : দুটি কেন্দ্র ধনপুর ও বক্সনগরে ধরাশায়ী সিপিআইএম, বিপুল ভোটে...

বিধানসভা উপনির্বাচন : দুটি কেন্দ্র ধনপুর ও বক্সনগরে ধরাশায়ী সিপিআইএম, বিপুল ভোটে জয়ী বিজেপি

আগরতলা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্র সিপিআইএম-এর শক্ত ঘাঁটি ধনপুর এবং বক্সনগরের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন শাসকদল বিজেপির প্রার্থীরা। বক্সানগরে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন সিপিএআইম-এর মিজান হোসেনকে ৩০ হাজার ২৩৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। অন্যদিকে ধনপুরে শাসক শিবিরের প্রার্থী বিন্দু দেবনাথ সিপিআইএম-এর কৌশিক চন্দকে ১৮ হাজার ৮৭১ ভোটের ব্যবধানে পরাস্ত করেছেন। প্রসঙ্গত এই দুই আসনে গত ৫ সেপ্টেম্বর উপনির্বাচনের ভোট পর্ব সম্পন্ন হয়েছিল।

ষষ্ঠ রাউন্ডেই ২০ নম্বর বক্সনগর আসনের ভোটগণনা শেষ হয়ে যায়। গণনা শেষে বিজেপির তফাজ্জল হোসেন ৩৪,১৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে সরকারিভাবে ঘোষণা করা হয়। অন্য দিকে জানানো হয়, তফাজ্জলের প্রতিদ্বন্দ্বী সিপিআইএম-এর মিজান হোসেন ভোট পেয়েছেন ৩,৯০৯টি।

অন্যদিকে, ২৩ নম্বর ধনপুরে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ ৩০,০১৭ এবং তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী সিপিআইএম-এর কৌশিক চন্দ ১১,১৪৬টি ভোট পেয়েছেন। ভোট গণনা শেষে বিজেপির বিন্দু দেবনাথকে ওই আসনে বিজয়ী বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, দুটি কেন্দ্রে ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের সংখ্যা বেশি।

প্রসঙ্গত, ২০২৩ সালের বিধানসভার সাধারণ নির্বাচনে বক্সনগরের জয়ী সিপিআইএম প্রার্থীর মৃত্যুতে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের পদত্যাগের ফলে ধনপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত নির্বাচনে দীর্ঘদিন পর সিপিআইএম ছাড়া কোনও দল জয়লাভ করেছিল ধনপুরে। ওই আসনে এতদিন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিআইএম প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

গত বিধানসভা নির্বাচনে বক্সনগর আসনে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী। সেবার বক্সনগর সেবার সিপিআইএম-এর শামসুল হক ৪,৮৪৯ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনকে পরাজিত করেছিলেন। শামসুল হক পেয়েছিলেন ১৯,৪০৪টি ভোট, অপরদিকে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন ভোট পেয়েছিলেন ১৪.৫৫৫টি। শামসুল হক মারা যাওয়ায় গত ৫ সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী করেছিল প্রয়াত শামসুল হকের ছেলে মিজান হোসেনকে। অপরদিকে বিজেপি তাদের তফাজ্জল হোসেনেই আস্থা রেখে প্রার্থী করেছিল উপনির্বাচনেও।

ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম-এর কৌশিক চন্দকে ৩,৫০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। প্রতিমা ভৌমিক পেয়েছিলেন ১৯,১৪৮ ভোট। অপরদিকে কৌশিক চন্দ ভোট পেয়েছিলেন ১৫,৬৪৮টি।

এদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ শুক্রবার সকাল ৮-টা থেকে শুরু হয় উপনির্বাচনের ভোটগণনা। রাজ্যের ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী সিপিআইএম বক্সনগর ও ধনপুর, উভয় আসনেই মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করতে ময়দানে ছিল। দুই আসনের কোনওটাতেই বিরোধী অন্য দল অংশগ্রহণ করেনি৷অন্যদিকে ভোটের সময় ব্যাপক কারচুপির অভিযোগ এনে বামফ্রন্ট গণনাকেন্দ্ৰ থেকে বেরিয়ে আসে। তাঁদের অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন এই কারচুপি রোধে পর্যাপ্ত ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য