স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : বৃহস্পতিবার নব দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ২০ তম রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়। এদিন রাজধানীর জয়নগরস্থিত সংস্থার অফিস প্রাঙ্গণে রাখী বন্ধন উৎসব উদযাপন করা হয়।
এইদিন পথ চলতি সাধারন মানুষের হাতে রাখী পরিয়ে দেন সংস্থার সদস্যারা। সংস্থার সভাপতি জানান প্রতিবছর তারা রাখী বন্ধন উৎসব উদযাপন করে থাকেন। এই বছর ওনারা ২০ তম রাখী বন্ধন উৎসব উদযাপন করছেন। রাখী পরিয়ে দিয়ে সকলের মধ্যে ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ওনারা রাখী বন্ধন উৎসব উদযাপন করে থাকেন বলে জানান।